Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
The closing ceremony of the three-day conference and workshop of regional heads of PDBF was held.
Details
প্রকাশন তারিখ : 2022-09-02

পিডিবিএফ-এর আঞ্চলিক প্রধানগণের তিন দিনব্যাপী সম্মিলন ও কর্মশালার সমাপনী ঃ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আঞ্চলিক প্রধানগণের ৩১ আগস্ট হতে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মিলন ও কর্মশালা গত ২ সেপ্টেম্বর সমাপ্ত হয়। বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন একাডেমি (বাপার্ড)-এ অনুষ্ঠিত এ সম্মিলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের সাবেক সচিব এবং পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার। এছাড়া, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রবিউল আলম, মহাপরিচালক, বাপার্ড এবং জনাব ফেরদৌস ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার, কোটালীপাড়া। উল্লেখ্য গত ৩১ আগস্ট প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। এ সম্মিলনে পিডিবিএফ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ২৭ টি অঞ্চলের অঞ্চল প্রধানবর্গ, অডিট দলনেতাগণ এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্মিলনে পিডিবিএফ-এর ২০২১-২৫ পর্যন্ত দারিদ্র্য বিমোচনের রূপরেখার কৌশলপত্র উপস্থাপিত হয়। এছাড়া, সম্মিলনে সুফলভোগী সদস্যভুক্তি, দল ও সমিতি গঋণঠন, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি, ক্ষুদ্র , ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, কোভিড ১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি, কৃষি ঋণসহ পিডিবিএফ-এর বিভিন্ন সঞ্চয় পরিকল্পের পরিচলন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সমাপনীকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি পিডিবিএফ-এর বিভিন্ন বিভাগ ও শাখার ১৬ জন কর্মকর্তাকে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য শুদ্ধাচার প্রশংসাপত্র বিতরনের মাধ্যমে স্বকৃীত প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মশিউর রহমান এনডিসি বলেন দারিদ্র্য বিমোচন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কর্মকাণ্ড পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। ভিশন ২০৪১-এর লক্ষ্যকে সামনে রেখে টেকসই উন্নয়নকে প্রতিপাদ্য করে পিডিবিএফ-কে এগিয়ে যেতে হবে। পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার তার বক্তব্যে বলেন, দরিদ্র্য জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভূক্তি এবং নবসম্পদ সৃজনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের পিডিবিএফ নবতর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, প্রশাসনিক মন্ত্রণালয়ের সহযোগিতায় পিডিবিএফ-এর নিজস্ব ভবন, প্রশিক্ষণ ইন্সটিটিউট, দেশব্যাপী সকল উপজেলায় কার্যক্রম বিস্তারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পরিশেষে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি সহ অন্যান্য অতিথিবর্গকে এ সম্মিলন ও কর্মশালায় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Images
Attachments
Publish Date
02/09/2022
Archieve Date
01/01/2023